মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
প্রতিবন্ধী তৈফিকুর রহমান কস্ট করে স্কুলে যায়,এটা দেখে মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে একটি হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।বিজয় দিবসে চেয়ারটি হস্তান্তরের ইচ্ছা থাকলেও তৈফিকুর উপস্থিত না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা কিল্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্র তৈফিকুর রহমানকে হুইল চেয়ার হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল উপরোক্ত কথা বলেন।প্রতিবন্ধী তৈফিকুর রহমান হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি । সে এখন থেকে হুইল চেয়ারে বসেই নিয়মিত স্কুলে যাবে বলে জানায়।
গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল পরিষদ চত্তরে পাতিবিলা গ্রামের নুরুল ইসলামের ছেলে তৈফিকুর রহমানকে স্কুলে যাওয়ার জন্য একটি হুইল চেয়র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার সেকেন্ড আফিসার এস আই কামাল হোসেন,সাংবাদিক অসীম মোদক,অফিস সহকারী সিদ্দিকুর রহমান প্রমুখ।
আব্দুর রহিম
মহেশপুর,ঝিনাইদহ
তাং-২০/১২/২০১৮ইং।