এম.পলাশ শরীফ : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার জিউধরা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কেসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন বলেন, দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতের লুটপাটের রাজনীতি দেখতে চায় না।
মোজাম্মেল হোসেন আরো বলেন, আন্দোলনের নামে পেটøল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা, দেশকে অস্থতিশীল করে গড়ে তুলেছিলো সেদিনের কথা মানুষ আজও ভোলেনী। সাধারণ মানুষ চায় দেশের উন্নয়ন, আর এ উন্নয়ন একমাত্র সম্ভব আওয়ামী লীগ সরকারের দ্বারাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ মানুষ আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তরুণ কান্তি মিস্ত্রী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক মিজানুর রহমান জনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য লায়ন সামছুল আলম, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, শ্রীধাম লক্ষীখালীর গদিনশিন সাগর সাধু ঠাকুর, যুবলীগ নেতা নাজমুল হাসান সুমন, আসাদ হাওলাদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী ও ছাত্রলীগ নেতা কামরুজ্জামান পল্টু বিকেল ৩টা থেকে বিভিন্ন গ্রাম থেকে নৌকা সাজিয়ে মিছিল শহকারে স্লোগানে স্লোনে মুখরিত করে তোলে নারী পুরুষ জনসভাস্থল। #