মিঠাপুকুর( রংপুর) সংবাদদাতা।
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন এর আয়োজনে গতকাল সোমবার কেন্দ্রীয় মহাবিদ্যালয় শহীদমিনারের পাশে মাঠে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল আলম,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। মহান বিজয় দিবস অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মহান বিজয় দিবস অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলার সরকারী,বে-সরকারী,বিভিন্ন এনজিও’র কর্মকর্তা,স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ- বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান বিজয় দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।