মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলকে ভালোবেসে গত শুক্রবার রাতে স্বরুপপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ড থেকে ২৩৩ জন বিএনপি’র নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ জানান, শুক্রবার রাত ১০টার দিতে এলাকায় গন সংযোগ শেষ করে ইউনিয়নের ৩টি ওয়ার্ড থেকে ওয়ার্ড বিএনপি ও যুবদল থেকে ২৩৩ নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করে।
এর মধ্যে ৯নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি এলাহি বক্সের নেতৃত্বে ১২২ জন,যুবদলের সাংগঠনিক সম্পাদক মহিফুল ইসলামের নেতৃত্বে ৬১ জান,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাশেদুল আলমের নেতৃত্বে ২৫ জন ও ৪ নং ওয়ার্ড কুশুমপুরের শাহাপাড়ার আজিজুল কসায়ের নেতেৃত্বে ২৫ জন বিএনপি’র নেতা কর্মী আওয়ামীলীগে যাগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ও স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,ইউনিয়ন সমন্বয়কারী জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস,স্বরুপপুর ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলীম মেম্বার, ফারুক হোসেন, আব্দুল মোমিন,ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির আহাম্মেদ, যুবলীগ নেতা আব্দুল হান্নানসহ ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।