মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা।
মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ গ্রামের তৈলটুপি পাড়া নামক স্থানে শিবির ক্যাডার রাজু আওয়ামীলীগ প্রার্থীর নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে সেখানে জামায়াত মনোনীত মতিয়ার রহমানের ধানের শীষ প্রতীকের পোস্টার সাটিয়ে দিচ্ছে।
সরেজমিন উক্ত তৈলটুপি পাড়ায় গিয়ে দেখা গেছে বিভিন্ন স্থানে সাটানো নৌকার পোস্টার ছেড়া। তার উপরে ধানের শীষের পোস্টর মারা হয়েছে॥ স্থানীয় মহিলারা জানান,কিছু লোক রাতে নৌকার পোস্টার ছিড়ে নিয়ে গেছে এবং একই স্থানে ধানের শীষের পোস্টার মারা হয়েছে।
গুড়দহ বাজারে আওয়ামীলীগ প্রার্থী এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চলের নির্বাচনী অফিসে গিয়ে জানা গেল,শনিবার রাতে গুড়দহ গ্রামের বিশে মেম্বারের পুত্র শিবিরের ক্যাডার রাজু বাড়ী এসেছে। সে রাতেই বদে মেম্বার,মিকাইল,মেনতা দরজী,আসাদ ও মহিলা জামায়াত নেত্রী সাইফুনের সাথে বৈঠক করে নৌকার পোস্টার ছিড়ে ধানের শীষের পোস্টার সাটানোর নির্দেশ দিয়েছে। জামায়াত ক্যাডারের ভয়ে আওয়ামীলীগের কর্মিরা কথা বলতে সাহস না পেলেও আওয়ামীলীগ প্রার্থীর ইউনিয়ন সমন্বয়কারী জেলা পরিষদ সদস্য খবির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ হক ঘটনা শুনেছেন বলে জানিয়েছে।