মহেশপুর(ঝিনাইদহ)অসিম মোদক :
আপনারা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলেন এ মাসেই। এবার বিজয়ের মাসে আবার আপনারা জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আবার নৌকাকে বিজয়ী করে তার জবাব দেবেন। আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে আগামী ৩০ ডিসেন্বর নির্বাচনে আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। গতকাল শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে গন-সংযোগ কালে পথ সভায় বক্তব্য দান কালে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন।
শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বরুপপুর ইউনয়নের দত্তনগর,করিঞ্চা,দত্তনগর কৃষির্ফাম এলাকা, গকুলনগর, কুশাডাঙ্গা, স্বরুপপুর, পুড়াপাড়া, কুশুমপুর লেতটুপি, মথুরাসহ ২৫ টি গ্রামে নৌকা প্রতিকে ভোট চেয়ে গন-সংযোগ ও পথ সভা করেন আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ও স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস,স্বরুপপুর ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলীম মেম্বার, ফারুক হোসেন, আব্দুল মোমিন,ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির আহাম্মেদ, যুবলীগ নেতা আব্দুল হান্নানসহ ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।