অসিম মোদক,মহেশপুর(ঝিনাইদহ)থেকে ঃ
বিএনপি-জামাত জোট সরকারের আমলে আমার কত নিরিহ ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের হাত থেকে আমার মা-বোনেরাও রেহাই পাইনি। তারা চলন্ত বাসের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে। আওয়ামীলীগ সরকারের আমলেই এলাকার মানুষ নিরাপদে থাকে। আওয়ামীলীগ কখনও মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি করেনা। আজ দেশের যে উন্নয়ন হয়েছে তাও আওয়ামীলীগ সরকারের আমলেই। তাই আবারও আপনারা শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহেশপুর উপজেলার পান্তপাড়া ইউনিয়নে গন-সংযোগ কালে পথ সভায় বক্তব্য দান কালে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন।
বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পান্তাপাড়া ইউনয়নের মানিকদিহি, বাজিপোতা, পদ্মরাজপুর, শ্যামবাজার, হুশোরখালি, পীরগাছা, ঘুগরী, ইশালডাঙ্গা,গাবতলাপাড়া,পান্তাপাড়া,কাগমারীসহ ২৫টি গ্রামে নৌকা প্রতিকে ভোট চেয়ে গন-সংযোগ করেন আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এ সময় তার সাথে ছিলেন পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাষ্টার,সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন, ওয়ার্ড অওয়মীলীগ সভাপতি শাহাজান আলী,আওয়ামলীগ নেতা সাইদুর রহমান ভুন্ট্র,জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম স্বপন প্রমূখ।