মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাত্ া।
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামীলীগের প্রার্থী শফিকুল আজম খাঁন নৌকা মার্কার প্রচারে গিয়ে বেদম মারধরের শিকার হলেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের যদুনাথপুর গ্রামের সহদর দুই ভাই মুকুল হোসেন (৩০) ও আসাদ (২৭)।
এলাকাবাসী জানিয়েছে গতকাল বুধবার রাত ৮টার সময় আলিশা গ্রামের ইন্তার চায়ের দোকানে নৌকার পোষ্টার সাটাতে গেলে চায়ের দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে চায়ের দোকানদার ইন্তার সাথে জামায়াতের কর্মি সোহেল ও আব্দুল মাজিদ জোট বেধে নৌকার সমর্থক মোয়াজ্জেম হোসেনের পুত্র মুকুল ও আসাদ কে রড এবং গাছিদা দিয়ে কুপিয়ে জখম করে।আহতদের চাচা সাংবাদিক বিএম ওয়াদুদ জানান,জামায়াত কর্মীরা নৌকার প্রচারে যাওয়া্তই আমার ভাইপোদের কুপিয়ে জখম করেছে। দুই ভাই কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।