এম.পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, ইসলামী আন্দোলন ও বিএনএফ এর ৬ জন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে মাঠে প্রচারণা শুরু করেছেন।
আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী চার বারের এমপি সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মঙ্গলবার বেলা ১১টায় তিনি মুক্তিযোদ্ধাদের সাথে সর্বপ্রথম মতবিনিময় সভাটি করেন।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান জনি, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা আ. লীগ সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রাজ্জাক মজুমদার, মুক্তিযোদ্ধা সুবেদার(অব.) আব্দুল গফ্ফার, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হকসহ ও আওয়ামী লীগ অনেক নেতাকর্মী এসময় তার সাথে ছিলেন।
অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীক নিয়ে রিয়াদুল ইসলাম আফজাল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সোমনাথ দে, কমিনিষ্ট পার্টির কাস্তে প্রতীখ নিয়ে শরীপুজ্জামান শরীফ, ইসলামী আন্দোলন এর হাতপাখা প্রতীক নিয়ে আব্দুল মজিদ প্রচার প্রচারণা শুরু করেছেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক দল এরশাদের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সোমনাথ দে দলীয় প্রতীক গ্রহন করায় ভোটের মাঠে যুক্ত হয়েছে নতুন আলোচনা।
সোমনাথ দে বলেন, ‘দলের সিদ্ধান্তমতেই মাঠে আছি। প্রচার, প্রচারণা চলবে। ২শ’ ভোট পেলেও মাঠ ছেড়ে যাবো না’।