স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ
মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্দোগে মানব বন্ধন করা হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাশ্বতী শীলের নেতৃত্বে সরকারী কর্মকর্তা কর্মচারী ও প্রফসর মোঃ হানিফের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ অংশ নেন।
এর পর মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থার হল রুমে বিভিন্ন ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ হানিফ বক্তব্য রাখেন।