আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরস্থ ফুলবাড়িতে গ্রাম উন্নয়ন বহুমুখী সংস্থা হক, রওশন, এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষা এর উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাহেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াস হোসেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কমিশনার মোছাঃ স্বপ্না চৌধুরী। উদ্বোধন শেষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ ইমদাদুল হক।