মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার ইয়েমেনের জনবসতিপূর্ণ এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন

পম্পেও এক বিবৃতিতে বলেন, ‘সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ সব ধরনের হামলা বন্ধের সময় এসেছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এক্ষেত্রে আগে ইয়েমেনের সকল জনবসতিপূর্ণ এলাকায় জোটের বিমান হামলা অবশ্যই বন্ধ করতে হবে।’-এএফপি।