মহেশপুর( ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আওয়ামীলীগের উদ্দোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও ২৩তম জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মহেশপুর হাইস্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,আওয়ামীলীগের সাবেক সংসদ এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চলের নেতৃত্বে একটি র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এছাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ,প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বঙ্গবন্ধুর উপর র্যালী আলোচনা সভা ও চিত্রাংঙ্ক প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।