মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অমত্মর্ভুক্ত হওয়াই ঝিনাইদহ-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বিপুল সংখ্যক মটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা করে।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর হাই স্কুল মাঠ থেকে আনুমানিক ৩ হাজার মটর সাইকেলের বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।আনন্দ শোভাযাত্রাটি মহেশপুর থেকে কোটচাঁদপুর শহরে যায় , এরপর মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বিকালে মহেশপুর হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
এরপর মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরম্নল ইসলাম খান বাবলু,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, খবির উদ্দিন বিশ্বাস ও শেখ হাসেম আলী এবং আশাফুন নাহার শিউলী, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,মিজানুর রহমান, আমানউলস্নাহ হক, শফিদুল ইসলাম,
কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, সাধারণ সম্পাদক খালিদ হাসান টুটুল, ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, মিজানুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারম্নন আর রশিদ,পৌর ছাত্রলীগের আহবায়ক আলমগীর কবির প্রমুখ।