(ঝিনাইদহ)থেকে আব্দুস সেলিম
ঝিনাইদহ জেলার মহেশপুরের বজরাপুর গ্রামের এক জঙ্গি আসত্মানায় পুলিশ অভিযান চালালে জঙ্গিদের সাথে গুলি বিনিময়ে পুলিশের একজন এডিসি সহ ৩পুলিশ গুরম্নতর ভাবে আহত হয়েছেন। আত্মঘাতী বোমা হামলায় এক জঙ্গি ও পুলিশের পাল্টা হামলায় তুহিন নামক অপর জঙ্গি নিহত হয়েছে।বাড়ীর মালিক সহ চার জনকে পুলিশ আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,আজ রোববার রাত ৩টায় ডিএমপি’র এন্টি টেরিরিজম ইউনিট ও ঝিনাইদহ পুলিশের একটি যোথ দল বজরাপুর গ্রামের জঙ্গি আসত্মানা জহুরম্নল ইসলামের বাড়ী ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা হামলা গুলি বর্ষন করতে থাকে।এতে ঢাকা পুলিশের এডিসি নাজমুল ইসলাম,এএসআই মহসিন ও এএসআই মজিবর আহত হয়।পুলিশের পাল্টা আক্রমনে তুহিন নামক এক নব্য জেএমবি সদস্য ও আত্মঘাতী বোমার বিস্ফোরনে অপর এক জঙ্গি ঘটনাস্থলেই মারা গেছে।
খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ রোববার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান,মহেশপুর এলাকায় নব্য জেএমবি লুকিয়ে আছে এ খবর পেয়ে ডিএমপি’র এন্টি টেরিরিজম ইউনিট ও ঝিনাইদহ পুলিশের একটি যৌথ দল রোববার রাত ৩টার সময় অভিযান শুরম্ন করে।দলটি বজরাপুর গ্রামের জহুরম্নল ইসলামের বাড়ী ঘিরে ফেলে। এর পর মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তালা ভেঙ্গে ঘরে ঢুকতে চেষ্টা করলে শরীরে বোমা বাধা এক আত্মঘাতী জঙ্গি তাকে জাপটে ধরে।পুলিশ তাকে লাথি মেরে ফেলে দেয়।এ সময় বোমার বিস্ফোরনে উক্ত জঙ্গি মারা যায়।আত্মঘাতী বোমার বিস্ফোরনের পরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়।গোলাগুলিতে তুহিন(২৮) নামক এক নব্য জেএমবি সদস্য নিহত হয়।নিহত তুহিন নব্য জেএমবি নেতা আব্দুলস্নাহ এর সহযোগী।তার বাড়ী ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে।পাল্টা হামলায় আহত ডিএমপি’র এন্টি টেরিরিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।আহত এএসআই মহসিন ও মজিবরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা স্থল হতে বাড়ীল মালিক জহুরম্নল ইসলাম(৪৫),তার পুত্র জসিম(২৫)কে আটক করেছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এলে দ্বিতীয় দফা অভিযান শুরু হয়।বাড়ীর ভিতর থেকে ৪টি বোমা ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। বোমা ৪টি নিস্কৃয় করা হয়েছে।