মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘‘অনলাইন প্রেস ক্লাব -মহেশপুর‘‘গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার নিজস্ব কার্য্যালয়ে হাজী মোঃ শরিফুল ইসলামের সভাপতিতেব অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতি ক্রমে আজাদ বিশ্বাসকে সভাপতি (তরঙ্গ নিউজ),শ্রী অসীম মোদক সহ-সভাপতি (সুূবর্ণ ভূমি),নাসির উদ্দিনকে সাধারন সম্পাদক (এফএনএস ),বাবর আলী বাবু সাংগঠনিক সম্পাদক (ক্রাইম ভিশন),হাজী মোঃ শরিফুল ইসলাম সহ-সাধারন সম্পাদক (শেষের খবর),জাহাঙ্গীর আলম কোষাধ্যÿ (সমীকরন ২৪ ডট কম) করে ১১ সদস্য বিশিষ্ঠ কামটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নিউরোজ (হ্যালো টুডে) ও নাসির উদ্দীন (চাঁদের আলো) কে নির্বাহী সদস্য,আশরাফুল আলম (শেষের খবর),আবুল হোসেন লিটন (শেষের খবর) ও আব্দুস সেলিম (শেষের খবর) কে সদস্য করা হয়েছে।