ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান খুলনা বিভাগে উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন। খুলনার অতিক্তি বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সুবাস চন্দ্র সাহা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য্ জানা গেছে।
ইউএনও আশাফুর রহমান জানান, আগামী ২২-২৪ ফেব্রুয়ারী খুলনা সার্টিক হাউজে খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে, মেলার সমাপনি দিন ২৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগে উদ্ভাবনী চর্চায় শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরীতে আমাকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।