স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক তোয়াব খানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিউমোনিয়া জনিত জটিলতায় বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ল্যাব এইড হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তাঁকে করোনারী কেয়ার ইউনিটের (সিসিইউ) ৮ নম্বর বেডে রাখা হয়েছে । আগামীকাল শনিবার তাঁকে কেবিনে স্থানান্তর করানো যাবে বলে আশা করছেন চিকিৎসকরা।
ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য তোয়াব খান। শুক্রবার বিকালে অধ্যাপক ডা: বরেন চক্রবর্তী জনকণ্ঠকে জানান, সাংবাদিক তোয়াব খানের ফুসফুসে সামান্য কফ ধরা পড়ে। তবে তা খুব দ্রুত সরে যাচ্ছে। হার্টের কোনো সমস্যা ধরা পড়েনি। তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে জানান অধ্যাপক ডা: বরেন চক্রবর্তী।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খান এবার সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন। রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তবর্তীকালীন সরকারের প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রেস সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের(পিআইবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ১৯৬১ সালে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন; ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের লেখনী ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো ‘পিন্ডির প্রলাপ’। ১৯৭২ সালে তিনি দৈনিক বাংলার সম্পাদক হন। সাংবাদিক তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি তৎকালীন বিভিন্ন পত্রিকায় সমকালীন ইস্যূ নিয়ে লেখালেখি করতেন।