মহেশপুর(ঝিনাইদহ) থেকে নাসির উদ্দিনঃ
বুধবার দুপুর ১টার দিকে কালিগঞ্জ-জীবননগর মহা সড়কের বকুন্ডিয়া আলম ব্রিকসের সামনে বাস ও নছিমনের মুখোমুখি সংর্ঘষে খালেক নামক একজন নিহত ও অজ্ঞাত চার আরোহী আহত হয়েছেন।
পুলিশ জানায়, কালিগঞ্জ থেকে মায়ের দোয়া পরিবহনের একটি বাস জীবননগরে যাচ্ছিল। পথে বকুন্ডিয়া আলম ব্রিকসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক খালেক(৩০)নিহত এবং অজ্ঞাত চার আরোহী আহত হয়েছেন। স্থায়ীরা আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক বাসটি আটক করা হয়েছে।