মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিজিবির গুলিতে এক গর্ব ব্যবসায়ী নিহত হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে ভারত থেকে গর্ব পাচার করে আনাকে কেন্দ্র করে গত শনিবার সকালে বিজিবির সাথে মাঠিলা গ্রামের গর্ব ব্যবসায়ীদের বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় জলুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি’র সদস্যরা গ্রামবাসীর উপর লাঠি চার্জ করে। এক পর্যায়ে গুলি চালালে মাঠিলা গ্রামের গর্ব ব্যবসায়ী মালেকের পুত্র রফিকুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে মারা যায়।
বিজিবি লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আজিবরের পুত্র বাবুল (৩৬), আব্দুল খালেকের পুত্র ফিরোজ (৩৪) গুলিতে আহত হয়। এছাড়া রবি মালিতা (৫৫) নামক এক ব্যক্তি বিজিবির লাঠির আঘাতে আহত হয়েছে।
ইউপি সদস্য মহিউদ্দিন মহি জানান,সন্ধায় মাঠিলা গ্রামের মোড়ে লোকজন ভিড় করলে বিজিবি লাঠি চার্জ করে।এতে গ্রামবাসী ৰিপ্ত হয়ে চড়াও হলে বিজিবি গুলি চালায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শাহীদুল ইসলাম শাহীন ঘটনাস্থলে রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কথা বলার জন্য ফোনে বিজিবি’র কাহাকেও পাওয়া যাচ্ছে না্ ।সর্বশেষ:একটি বিশেষ সুত্রে জানা গেছে,হাসপাতালে নেওয়ার সময় আহত ফিরোজ মারা গেছে।
 
			 
                                














