নাজমুল হোসেন, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোড নতুন বাজারের নিশাত সাইকেল ষ্টোর থেকে একটি চোরাই ফরএভার বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের নতুন বাজারের সামনে নিশাত সাইকেল ষ্টোর থেকে কালীগঞ্জ থানার এ এস আই মিজান অভিযান চালিয়ে একটি চোরাই ফরএভার বাইসাইকেল উদ্ধার করেছে। কালীগঞ্জ থানার এ এস আই মিজান জানান, গত সোমবার রাত ৯ টার সময় যশোর সদর উপজেলার ছোট হৈবৎপুর গ্রামের মাদ্রাসার বারান্দা থেকে সাইকেলটি চুরি হয়ে যায় ঐ রাত্রে একই গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে চুরি করার সময় কাশিমপুর ইউনিয়নের নওদা গ্রামের নুর ইসলামের ছেলে চোর মনিরম্নল ইসলাম ধরা পড়ে। তাকে গণপিটানির এক পর্যায়ে চোর মনিরম্নল শিকার করে চুরি করা সাইকেলটি কালীগঞ্জ নিশাত সাইকেল ষ্টোরের মালিক শাহজাহানের নিকট এক হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।
চুরি হওয়া সাইকেলের মালিক যশোর সদরের হৈবৎপুর গ্রামের দেলোয়ার হোসেন কালীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্য আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ শহরের ভিতর থেকে যে ভাবে প্রতিনিয়ত মটরসাইকেল ও বাইসাইকেল চুরি হচ্ছে এজন্য চোর ও চুরি হওয়া মালামাল ক্রয়কারীদের ধরে আইনের আওতায় নেয়া হবে।