স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ২৮ টি এয়ার রাইফেল উদ্ধার করেছে। শনিবার ভোর রাতে পোড়াপাড়া বাজারের একটি মুরগী বিক্রির দোকান থেকে এগুলো জব্দ করা হয়। এ বিষয়ে পুড়াপাড়া গ্রামের আলী আকবার ও তার পুত্র রম্নবেলের নামে বিশেষ ড়্গমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
কয়েক জন ব্যবসায়ী জানান, শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে মহেশপুর থানার পুলিশ পুড়াপাড়া বাজারে অভিযান চালায়।পুলিশ এ সময় মুরগী বিক্রেতা আশাদুল হকের দোকানের ভিতর থেকে কিছু ভারতীয় এয়ার রাইফেল উদ্ধার করে। রাইফেলগুলো তিনটি বসত্মার ভিতর রাখা ছিল।
মহেশপুর থানার এস আই বিপস্নব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার বৃন্দ সহ একদল পুলিশ উলেস্নখিত বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এয়ার রাইফেলের মালিক আলী আকবার ও রম্নবেল হোসেন পালিয়ে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, আটককৃত এয়ার রাইফেলের ব্যাপারে বিশেষ ড়্গমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।