সংবাদবিজ্ঞপ্তি,কক্সবাজার,২৬আগস্ট:
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের জন্য অতিজনপ্রিয় ও বিনোদনের মাধ্যম হিসেবে বীচ বাইক নামের পর্যটন বান্ধব যান গুলো দিনদিন জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে।
পর্যটকদের বাড়তি আনন্দের বাহন বীচ বাইককে আরো জনপ্রিয় করে তোলার জন্য প্রশিক্ষিত চালকও সৃষ্টি করা হয়েছে। বীচে বিনোদনের জন্য তেমন কোন ব্যবস্থা না থাকলেও জনপ্রিয় বাইক গুলো পর্যটকদের বাড়তি আনন্দ জোগাচ্ছে।
বুধবার ২৬ আগষ্ট সন্ধ্যা ৭টায় সৈকতপাড়ের হোটেল উপলের সম্মেলণ কক্ষে কক্সবাজার বীচ বাইক মালিক সমবায় সমিতি লিঃ (রেজি নং- ১৬৭০) এর সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অসীম কুমার মোহন্ত এর সভাপতিত্বে অনুষ্টিত সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম হিরু ।
রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য আবদু শুক্কুর, মোঃ সোহেল, মোঃ রাসেল, তহিদুল ইসলাম, আবদুল মালেক, মোঃ আলম উদ্দিন, মোঃ বেলাল, সাদ্দাম হোসেন, মামুন খন্দকার ও মোঃ ওমর ফারুক প্রমূখ।
সভায় বক্তারা আরো বলেন, প্রশাসনের অনুমতিতে চলা এই বীচ বাইকগুলোর মাধ্যমে তিন শতাধিক পরিবার খুঁজে পেয়েছে বেচে থাকার ঠিকানা। সী-ক্রাউন ও দরিয়া নগর সৈকত পয়েন্টে বীচ বাইক চালু রয়েছে বর্তমানে। সুগন্ধা বীচ পয়েন্ট পর্যন্ত বীচ বাইক চালুর দাবীও জানানো হয়। দক্ষ ও প্রশিক্ষিত চালকেরা পয়টকদের আনন্দ দিয়ে যাচ্ছে।