এম.পলাশ শরীফ,বাগেরহাট: বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলেই বছরের শুরুর দিনেই ৩২ কোটি পাঠ্য পৃসত্মক (বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌচ্চে দেওয়াসহ ,পি,এস,সি ,জে,এসসি,উপবৃত্তি চাড়াও ছেলে মেয়েদের লেখাপড়ার মানোউন্নয়নে নানানমুখী পদক্ষেপ গ্রহণসহ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান, শিক্ষা প্র্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন সহ নানামূখি যুগানত্মাকারী পদক্ষেপের কথা উল্লে
খ করেন । তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নয়ন m¤^f নয় তাই বর্তমান সরকারের শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ এর কথা উল্লে
খ করে তিনি , ছেলে মেয়েদের লেখা পড়ায় আরো মনো নিবেষ করার জন্য শিক্ষক ও অভিবাবকদের প্রতি আহব্বান জানান । বাগেরহাট সদরের কাফুরপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্কুল মাঠে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বুধবার দুপুরে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ড়্গাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা একথা বলেন। কাফুরপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকবর নকিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ নজরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ মানিক হোসেন,শিক্ষা অফিসার আব্দুল মান্নান,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্ল
া আব্দুর রব ,সরদার শুকুর আহম্মেদ ,মীর জায়েসী আশরাফি জেমস । অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা হায়দার আলী মোড়ল,মোঃ আফজাল হোসেন,আরজু শেখ,জাফর মাঝি,আলামিন নকিব প্রমুখ। সভায় নেতৃবৃন্দ কিশোর ,যুবক ও স্কুলের ছাত্রছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা নিয়মিত অংশ গ্রহন করার জন্য উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান। ##