নাজমুল হোসেন,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ টা ইউনিয়নের ৪টি গ্রামে বিদ্যুৎয়ানের উদ্বোধণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যনত্ম মোট ৩ টা ইউনিয়নের ৪টা গ্রামে ১৭ লক্ষ টাকা ব্যয়ে ২৮৭ টি পরিবার বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারম্নল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে রায়গ্রাম ইউনিয়নের পিরোজপুর,বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা, মালিয়াট ইউনিয়নের মনোহরপুর ও রাড়ীপাড়া গ্রামে বিদ্যুতের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে প্রতিটা ইউনিয়নে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা পলস্নী বিদ্যুৎ কর্মকর্তা সূর্য নারায়ন ভৌমিক, কালীগঞ্জ পলস্নী বিদ্যুত সমিতির পরিচালক গফ্ফার, ওয়্যারিং পরিদর্শক শৈলেন্দ্রনাথ পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইসরাইল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, মালিয়াট ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মনু বিশ্বাস, চেয়ারম্যান আজিজুল খাঁ, ইউপি সদস্য নান্নু, আওয়ামীলীগ নেতা শাহাজাহান মুন্সী, সমীর বিশ্বাস, টিপু সুলতান, অলিয়ার রহমান, কৃষকলীগ সভাপতি বিজয় বসু প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষ আজ প্রশংসা করছে। তিনি বলেন ২০১৯ সালের মধ্যে তার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। তাই দেশের সকল নাগরিক সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের সাথে থেকে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার কথা বলেন । এ সময় বেথুলী বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে ৫ লড়্গ টাকা ব্যায়ে গণপাঠাগারের উদ্বোধন করেন।