এম.পলাশ শরীফ, বাগেরহাট অফিস।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলড়্গ্যে মংলা বন্দর কর্তৃপড়্গ বিশেষ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০১৫ তারিখ রবিবার মংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল মংলা বন্দর কর্তৃপড়্গের সভাকড়্গে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপড়্গের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন মংলা বন্দর কর্তৃপড়্গের পরিচালক (প্রশাসন) হাওলাদার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার এইচ এম হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা, সাংগঠনিক কমান্ডার (অর্থ) কাজী মিজানুর রজমান, সদস্য সচিব আব্দুল মমিন, আবুল কালাম ফকির, কমান্ডার, মংলা থানা মুক্তিযোদ্ধা সংসদ, মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক, মংলা থানা আওয়ামী লীগ, আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাগণ এবং মংলা বন্দর কর্তৃপড়্গের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ বলেন- “আমরা খুব ভাগ্যবান জাতি। রাষ্ট্র পরিচালনার ড়্গেত্রে আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, পেয়েছি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। আমরা বঙ্গবন্ধুকে কখনো ফিরে পাব না কিন্তু তার দর্শন যদি অনুসরণ করতে পারি তাহলে তার আত্মা শানিত্ম পাবে”। পরিশেষে জাতির জনকের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।#