মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতাঃ
মহেশপুরের বিভিন্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।এ উপলড়্গে শনিবার সকল সরকারী আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে তোলা হয়। ভ্যান শ্রমিক ইউনিয়ন,উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ,সরকারী কর্মকর্তা কর্মচারী গন পৃথক পৃথক ভাবে শোক র্যালী করে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।সকাল ১১টায়জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পদ্মপুকুর ডিগ্রী কলেজ সম্মেলন কড়্গে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় এমপি নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন ,থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন,অধ্যড়্গ আব্দুল হাই,তিমির চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। এর পর দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।এছাড়াও সাবেক সংসদ এ্যাডঃ শফিকুল আজম খানের নেতৃত্বে আওয়ামীলীগ কার্যালয়ে পৃথক ভাবে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন করা হয়।