এসএস মিঠু ,জয়পুরহাট : জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের আখচাষী কল্যাণ সমিতি’র সাধারন সম্পাদক কে সমিতির গঠনতন্ত্র (সংবিধান) নিয়ম বহির্ভূত অন্যায় ভাবে ষড়যন্ত্র মূলক সাময়িক বহিষ্কার করার অভিযোগ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ m‡¤§^j‡b নিজের বহিষ্কারের বিরম্নদ্ধে সাংবাদিকদের সামনে এ অভিযোগের কথা তুলে ধরেন আখচাষী কল্যাণ সমিতি’র সাময়িক ভাবে বহিস্কৃত সাধারন সম্পাদক মো. খাজা নাজিম উদ্দীন।সংবাদ সম্মেলনে তার নিজের ¯^vÿwiZ লিখিত বক্তব্য তিসি নিজেই পাঠ করেন। এ সময় তার পড়্গে আখচাষী কল্যাণ সমিতি’র অন্য কোন নেতৃবৃন্দকে দেখা যায় নি ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আখচাষী কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির ৯জন সদস্যদের মধ্যে তার অনুপস্থিতিতে মাত্র ৪জন সদস্যের উপস্থিতিতে অনির্বাচিত সহ-সাধারন সম্পাদক হারম্ননুর রশীদ সহ অন্যরা এ সমিতির গঠনতন্ত্র কে পাশ কাটিয়ে নিয়ম বর্হিভূতভাবে তাকে ষড়যন্ত্র মূলক সাময়িক বহিস্কার করে অফিসে তালা দেয়া হয়েছে।চিনিকল নিয়ন্ত্রনাধীন এলাকার আখচাষীদের সার্বিক কল্যাণের জন্য অফিস ভবন নির্মান করা হলেও তা বর্তমানে তালা মেরে বন্ধ করে রাখায় আখচাষীরা বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। সমিতির ২লাখ ৩৭হাজার টাকা আত্মসাতের অভিযোগে বহিষ্কারের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাজা নাজিম উদ্দিন বলেন, স্থানীয় সমাজসেবা অধিদতরের উপ-পরিচালকের কার্যালয় থেকে এ ব্যাপারে অডিট করা হহয়েছে,কিন্তু তার বিরম্নদ্ধে অর্থ আত্মসাতের প্রমানিত মিলে নি। চিনিকলের শিড়্গাসেচের বরাদ্দকৃত ৬০হাজার টাকা তার প্রতিপড়্গরা তছরম্নপ করা হয়েছে- মর্মে আখচাষী কল্যাণ সমিতি’তে তার বিরোধীতাকারি প্রতিপড়্গ নেতৃবৃন্দের বিরম্নদ্ধে উল্টো অভিযোগ উপস্থাপন করেন তিনি ।