এম.পলাশ শরীফ, বাগেরহাট অফিস।।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটে ওলামালীগের উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হযেছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহীদ বাদল চত্বরে জেলা ওলামালীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আালহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনএম,পি। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা। অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় ওলামালীগের সাংগঠনিক সম্পাদক মাওঃ ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ,সরদার ফকরুল আলম সাহেব, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, মীর ফজলে সাইদ ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,অধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক মাসুম হাওলাদার, ওলামালীগ নেতা মাওঃ আনিছুর রহমান,শেখ ফরিদ উদ্দীন,মোঃ আমিরুল মোমেনিন,সরদার আবু সাঈদ, মোঃ খোকন প্রমুখ।