নাজমুল হোসেন,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের এস,এস,সি’র ছাত্রী সিথী রানী দাস (১৬) নিখোঁজের ৩ মাস পরও উদ্ধার হয়নি। গত তিন মাস আগে বাড়ী থেকে ঝিনাইদহে কোচিং সেন্টারে যাবার পথে সে নিখোঁজ হয়। সিথী কালীগঞ্জের কলেজপাড়ার ড্রাইভার অসিত চন্দ্র দাসের মেয়ে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৬৪১।
জিডি ও পরিবার সূত্রে জানাগেছে, সিথী রানী দাস ২০১৫ সালের এসএসসি পরীক্ষা শেষ করে পলিটেকনিক কলেজে ভর্তি হবার জন্য ঝিনাইদহ কেসি কলেজের সামনের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিন সে বাড়ি থেকে ঝিনাইদহে কোচিং করতে যেত। গত ১১/০৫/২০১৫ তারিখে সকাল ৯ টার দিকে কোচিংয়ে যাবার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সিথীর আর কোন খোঁজ মেলেনি। তার উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার। নিখোঁজের দিন তার পরনে হালকা বস্নু রং এর থ্রি পিচ পরা ছিল। আত্নীয় ¯^R‡bi বাড়িতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তার পিতা অসিত চন্দ্র দাস কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।