এম.পলাশ শরীফ, বাগেরহাট অফিস।।
বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলেই বছরের শুরুর দিনেই ৩২ কোটি পাঠ্য পৃস্তক (বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌচ্চে দেওয়াসহ ,পি,এস,সি ,জে,এসসি,উপবৃত্তি ছাড়াও ছেলে মেয়েদের লেখাপড়ার মানোউন্নয়নে নানানমুখী পদক্ষেপ গ্রহণসহ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান, শিক্ষা প্র্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন সহ নানামূখি যুগানত্মাকারী পদক্ষেপের কথা উল্লেখ করেন । তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমান সরকারের শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ এর কথা উল্লেখ করে তিনি , ছেলে মেয়েদের লেখা পড়ায় আরো মনো নিবেষ করার জন্য শিক্ষক ও অভিবাবকদের প্রতি আহব্বান জানান । বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের স্টুডেন্ট ক্যাবিনেটের নব নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ড়্গাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাডঃ মীর শওকাত আলী বাদশার বাস ভবনে নব নির্বাচিত ক্যাবিনেট প্রতিনিধি ,শিক্ষক,শিক্ষার্থী সৌজন্য সাক্ষাত ও শুলেল শুভেচ্ছা জানাতে এলে তাদের
উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন । যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু অজয় কুমার চত্রবর্তীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আসাফুদৌল্লা জুয়েল,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,নব নির্বাচিত ক্যাবিনেট প্রতিনিধি ,লাবিব হাসান মল্লিক,ইশা মনি,ইব্রাহিম হাওলাদার,নওরীন সুলতানা ঐশী,স্বর্ণা মনি,মোঃ তানভীর ইসলাম,আশা আক্তার,তামান্না জাবরিন প্রমুখ। সভায় বক্তারা শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃীহিত অন্যান্য প্রকল্পগুলির মত স্টুডেন্ট ক্যাবিনেট গঠনও একটি অন্যতম পদক্ষেপ বলে উল্লেক করেন বলেন এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গনতান্ত্রিক প্রকৃয়ার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ভবিষ্যতে দেশ পরিচালনার মতো নাগরিক গড়ে উঠবে। #