বাবর আলী বাবু, মহেশপুর ঃ ঝিনাইদহের মহেশপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি পূর্ণবাসন প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুনের সভাপতিত্বে ÿুদ্র ও প্রামিত্মক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় ঝিনাইদহের ৩-আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ চাষিদের হাতে ধানের বীজ তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, উপজেলা প্রকৌশলী জাকারিয়া, প্রাণী সম্পাদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন পাল, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিম খান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ২ হাজার ২শত জন কৃষকের মধ্যে ৪৪ মেট্রিক টন ইউরিয়া ২২ মেট্রিক টন ডিএপি ও ২২ মেট্রিক টন এমওপি সার, ৯.১ মেট্রিক টন উপশি ও ৩.৮ মেট্রিক টন নেরিকা জাতের বীজ ধান এবং নগদ ১০লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়।