মহেশপুর সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুরে শনিবার বেলা ১২টা ১৫ মিনিটের সময় ভূকম্পন দেখা দেয়। এসময় মহেশপুর শহরের ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে রাস্থায় বেরিয়ে আসে বাড়ী ঘর কাপতে থাকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। ভূকম্পনে মহেশপুর হাসপাতালে দুইজন রোগী ভর্তির খবর পাওয়া গেছে। তারা হলেন পাতিবিলা গ্রামের লিটনের স্ত্রী শাহানাজ আক্তার ও বামন গাছী গ্রামের অজু মন্ডলের কন্যা নাজমা খাতুন। হাসপাতালের কর্তৃত্বরত চিকিৎসক জানান তারা উভায়েই ভূকম্পনে জ্ঞান হারিয়ে ভর্তি হয়েছে। তাদের অবস্থা এখন ভাল।