মহেশপুর (ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।
মহেশপুর হাই স্কুলের সাবেক প্রধান শিÿক ও বিশিষ্ট সমাজ সেবক ওয়ালীউল ইসলাম স্যার( ৮০) ২১ফেব্রম্নয়ারী শনিবার ভোর ৫ টায় নিজ বাস ভবন পৌর এলাকার নওদাগ্রামে ইমেত্মকাল করেছেন (ইনাণলিলস্নাহি ….. রাজেউন)। তিনি দীর্ঘ দিন যাবত রোগে ভুগছিলেন। ওয়ালীউল ইসলাম স্যার ১৯৫৮ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০০২ সাল পর্যমত্ম দীর্ঘ ৪৪ বছর মহেশপুর হাইস্কুলে চাকুরী জীবন কাটান। তার অনেক ছাত্র দেশে ও বিদেশের বিভিন্ন গুরম্নত্ব পূর্ণ পদে চাকুরী করছেন। বিকালে নওদাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।