স্টাফ রিপোর্টার, মহেশপুরঃ
হাউজি জুয়া ফরগুটি ওয়ানটেন ও লÿ লÿ টাকার র্যাফের ড্র,র বিরম্নদ্ধে অবস্থান নেওয়াই ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী
নেওয়াজ ও মহেশপুরে কর্মরত সাংবাদিকদের বিরম্নদ্ধে বেজায় চটে গিয়ে উল্টাপাল্টা সংবাদ প্রকাশ করছে দৈনিক নীর বাংলা নামক
নারায়নগঞ্জের একটি পত্রিকার সম্পাদক ও ঝিনাইদহের এক তথা কথিত সাংবাদিক ।এলাকাবাসী জানিয়েছে,নালায়নগঞ্জ থেকে
প্রকাশিত দৈনিক নীর বাংলার সম্পাদক এমদাদুল হক মিলন কোটচাদপুরের রেজাউল পাঠান ও মহেশপুরের তথা কথিত এক জাতীয়সাংবাদিক
যাদবপুর কলেজ মাঠ ঘিরে হাউজি জুয়া ফরগুটি ওয়ানটেন ও লÿ লÿ টাকার র্যাফেল ড্র,র আয়োজন করে।সামনে এসএসসি পরীÿা
ও এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রÿার জন্য সচেতন নাগরিক সমাজের ব্যনারে মহেশপুরের সাধারন জনগনও
সাংবাদিকগন মানববন্ধন করেন।মানব বন্ধন শেষে সার্কেল এসপি জাহিদুল ইসলামের সাথে সকলে মত বিনিময় করেন। এর পর
জেলা প্রশাসকের নির্দেশে মহেশপুরের এসি ল্যান্ড হাফিজ আল আছাদ অবৈধ্য উক্ত খেলা বন্ধ করে দেয়।তার পর থেকে অবৈধ্য
খেলার আয়োজকরা সংসদ সদস্যর উপর ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি করে। চাপের কাছে নতি স্বীকার না করে সংসদ সদস্য নবী
নেওয়াজ হাউজি জুয়া ফরগুটি ও ওয়ানটেন খেলার বিরোধিতা করে যান। এতে ÿÿপ্ত হয়ে দৈনিক নীর বাংলা পত্রিকায় সংসদ সদস্য
নবী নেওয়াজ ও মহেশপুরে কর্মরত সাংবাদিক নেতাদের বিরম্নদ্ধে মনগড়া ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে।