আসরাফুল আলম মহেশপুর(ঝিনাইদহ)থেকে:প্রতিনিধি:
সারাদেশের ন্যায় গতকাল রোববার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১৩টি কেন্দ্রে শামিত্ম পুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সমাপনী (পি,এস,সি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
। এবছর মহেশপুর উপজেলায় প্রাথমিক সমাপনী (পি,এস,সি) ও ইবতেদায়ী পরীক্ষা র্থী ৬ হাজার ৩৪৩ জন।
এর মধ্যে প্রাথমিক সমাপনী (পি,এস,সি) পরীক্ষায় অংশো গ্রহন করেছে ৫৪৫১ জন ও ইবতেদায়ী পরীক্ষা
য় অংশো গ্রহন করেছে ৬৯২ জন ছাত্র-ছাত্রী।প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, উপজেলার ১৩টি কেন্দ্রেই শামিত্ম পুর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক সমাপনী (পি,এস,সি) ও ইবতেদায়ী পরীক্ষা। আশা করী সব পরীক্ষা গুলোই শামিত্ম পুর্ন ভাবে অনুষ্ঠিত হবে। মহেশপুরে রাসত্মার জলাকারে পরিনত হয়েছে, দেখার কেউ নেই।