মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদকে হাতুড়ি পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে মহেশপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে কলেজ বাসষ্ট্যান্ডে ও ছাত্রলীগ নেতাদের থানায় ধরে নিয়ে বেধরক পেটানোর প্রতিবাদে ছাত্রলীগের উদ্যোগে জনতা ব্যাংক চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহ সভাপতি ও এস,বি,কে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদদের সভাপতিত্বে মূক্তির মোড়ে অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা সাজ্জাদকে পেটানোর ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, পামত্মাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাষ্টার, কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দীন বেগ, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, স্বরম্নপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলীম, পৌর সভাপতি আতিয়ার রহমান আতি, কলেজ ছাত্রলীগের আহবায়ক আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম সুমন, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদের সভাপতিত্বে জনতা ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, কাজী আব্দুস সাত্তার, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান জিয়া, পৌর ছাত্রলীগের আহবায়ক আলমগীর কবির প্রমুখ।
পরে মিছিল করার চেষ্টা করলে দু’গ্রম্নপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এসময় কোটচাঁদপুর সার্কেল এ,এসপি ও মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী খানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।