মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার অভিযান চালিয়ে পুলিশ যাদবপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোতালেবসহ পাঁচ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন যাদবপুর গ্রামের আদিল উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব, খালিশপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রমজান আলী, ঠান্ডু, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক, বেলেমাঠ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাদেক আলী ও ফতেপুর গ্রামের লুতফর রহমানের ছেলে রহিমুল্লাহ খান। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে হরতালের সময় সহিংসতা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা রয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।