মহেশপুর(সংবাদদাতা)সংবাদদাতা।
মটর সাইকেল দূর্ঘটনায় মহেশপুর থানার সাব ইন্সপেক্টর মারাত্মক ভাবে আহত হয়েছে।তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ইন্সপেক্টর আকরাম হোসেন জানান,গতকাল শুক্রবার বিকালে সাব ইন্সপেক্টর ফারম্নক হোসেন অফিশিয়াল কাজে মহেশপুর থেকে কোটচাদঁপুর যাওয়ার সময় খালিশপুরে নামক স্থানে একটি মিশুক তার মটর সাইকেলে আঘাত করে সামনা সামনি ধাক্কা দেয়।এতে তার মটর সাইকেল থেকে পড়ে গিয়ে এসআই ফারম্নক হোসেন মারাত্মক ভাবে আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।