মহেশপুর থানার পুলিশ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ী থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে পুলিশ এ সময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গতকাল বুধবার সকাল ৮টার দিকে মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী যাদবপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ীর ঘর থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।