কালিয়াকৈর(গাজীপুর)উপজেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সকালে চান্দরা পলস্নীবিদ্যুৎ এলাকার মন্ডল গ্রম্নপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার একটি আটতলা ভবনে ফাটল দেখা দেয় । এঘটনায় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ ছেড়ে দিয়ে কারখানা থেকে বেড়িয়ে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কারখানার অমত্মত অর্ধশতাকি শ্রমিক আহত হয়। কারখানার ফাটলের খবর পেয়ে স্থানীয় মিডিয়াকর্মীরা ওই কারখানায় পরিদর্শনে গেলে কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।
সংশিস্নষ্ট জানা যায়, সোমবার সকালে চান্দরা পলস্নীবিদ্যুৎ এলাকার মন্ডলগ্রুপের ট্রপিক্যাল নিটেক্স কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে। পরে ওই কারখানার পুরনো একটি আটতলা ভবনে ফাটল দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাটল দেখে ভবনটি ধসে পড়ার ভয়ে ওই ভবনের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে হুড়োহুড়ি করে নামতে শুরম্ন করে। এ সময় কারখানার অমত্মত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। শ্রমিকরা ওই ভবনে কাজ করতে অপারগতা প্রকাশ করলে কর্তৃপক্ষ কারখানা ১দিনের ছুটি ঘোষণা করে। গতকাল মঙ্গলবার সকালে কর্তপÿ কারখানা খোলা রাখা হলেও দুই সহস্রাধিক শ্রমিকের কেউই কাজে যোগদান করেনি।
কারখানার শ্রমিকরা জানায়, ওই কারখানার পশ্চিম পাশে পাঁচতলা ভবনটি প্রায় ১০ বছর আগে নির্মাণ করা হয়। প্রায় এক বছর আগে ওই ভবনে আগুন লাগে। পরে ভবনটিতে এক বছর ধরে কাজ বন্ধ করে রাখা হয়। গত তিন মাস ওই ভবনের পাঁচতলার ওপর আরো তিনতলা নির্মাণ করা হয়। পরে ওই ভবনে কারখানার কাজ শুরম্ন হয়। সোমবার শ্রমিকরা ওই ভবনে কাজ করতে উঠলে ভবনটির সিঁড়ির কাছে ফাটল দেখতে পায়। এ ছাড়া ভবনের ভেতরের বিভিন্ন অংশে প্রায় ২০/২৫ স্থানে ফাটল দেখা যায়। ভবনের ফ্লোরের টাইলস উঠে জরাজীর্ণ হয়ে গেছে। শ্রমিকরা আরো জানায়, অনেক বছর আগে একটি পুকুরের ওপর ওই ভবনটি নির্মিত হয়। মেশিন চালু করলে ভবনটি কাপতে থাকে। তা ছাড়া ওই ভবনের ওপর নতুন করে আরো তিনতলা নির্মাণ করায় ভবনটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এ বিষয়ে ট্রপিক্যাল নিটেক্স কারখানার ম্যানেজার (অ্যাডমিন) রম্নহুল কুদ্দুস জানান, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগদানের পর কারখানায় ফাটল ধরেছে এমন খবর ছড়িয়ে পড়লে তারা কারখানা থেকে নেমে আসে। তারা কাজে যোগদানে অপারগতা প্রকাশ করলে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। ভবনটি অনেক পুরনো। ভেতরে ফাটল ধরেছে কি না, আমাদের জানা নেই। ওই ভবনে কাজ করা যাবে কি না, তা বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করা হবে। তাঁদের পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে সিদ্ধামত্ম নেওয়া হবে।’