মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।
মহেশপুরে পুরম্নস্কার বিতরনের মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
গত মঙ্গলবার বিকালে কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে মেলা চত্বরে প্রযুক্তি মেলায় অংশ গ্রহনকারী কৃষক,কৃষি সংগঠন ও বালাইনাশক কোম্পানী র মধ্যে পুরম্নস্কার বিতরন করা হয়।পূরম্নস্কার বিতরন করেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিকাশ চন্দ্র ও দৈনিক ইনকিলাবের মহেশপুর সংবাদদাতা আবুল হোসেন লিটন।পুরম্নস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুল কাদের,এপিপি আই আব্দুল হামিদ,উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজিম্ উদ্দিন,মনিরম্নজ্জামান প্রমূখ।