মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের ভবন নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকালে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম চঞ্চল আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আজিজুল হক খান, পৌর মেয়র আমিরম্নল ইসলাম খান চুন্নু, বিশিষ্ট সমাজসেবক এস,এম শেখ শাহাজামান মোহন, মসজিদ কমিটির সভাপতি আব্দুলস্নাহ আল ফারম্নক (মনা), সাধারণ সম্পাদক রাশেদ আলী মাস্টার, কোষাধ্যÿ মোকারম হোসেন তোতা, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, সমাজসেবক নাসির উদ্দীন মন্টু, আসির উদ্দীন মন্ডল, শামছুল আলম, আশরাফুল হক মোলস্না, আব্দুল কুদ্দুস, আলী কদর, মাহাফুজুর রহমান, মিজানুর রহমান, আব্দুর ভদা, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, ডাঃ তাহাজ্জেল হোসেন, মুকুল চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাদের, অ্যাড. হাবিবুর রহমান শামত্ম, শাহাজাহান আলী, আতিয়ার রহমান, নওশের আলী মোলস্না, সেলিম নূর খান, সোহাগ খান, হাবিবুর রহমান বুলস্না, সাংবাদিক অসীম মোদক, বাবর আলী বাবু, জাহাঙ্গীর আলম, সুজন রহমান, প্রভাষক জি.এম নাসির উদ্দীন প্রমুখ।
















