ভোর রাতে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় সীমান্ত এলাকার বাঘাডাঙ্গা বিজিবি সদস্যরা ২টি মটর সাইকেল ৩ বোতল ফেনসিডিল সহ লালন খা (২৫) ও বাবলু রহমান (২২) কে আটক করে।
বিজিবি সুত্রে জানাগেছে, বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার পরিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় খোদাবন্দী পাড়া গ্রামের মুজিবর খার পুত্র লালন খা ও একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র বাবুল রহমানকে আটক করে। এ সময় তাদের নিকট হতে ২টি মটর সাইকেল ৩ বোতল ফেনসিডিল আটক করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।