‘দুর্জয় তারুণ্যে, বিজয়ের চেতনায় দুর্নীতি রুখবোই’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। রোববার সকালে শহরের এইচএসএস সড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের পায়রা চত্ত্বর ঘুরে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী সহ সনাকের সদস্যরা অংশ নেয়। পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সনাক সভাপতি শরিফাতুন্নেসা, আব্দুল মতিন, এস.এম শাহজালাল সহ গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।