ডেস্ক রিপোর্ট :নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে আগামী রবিবার দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা ।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিরোধী জোটের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা দিলে হরতাল-ঘেরাও-অসহযোগ আন্দোলন কর্মসূচি দেয়া হবে।তিনি আরো বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঠে খুঁজে পাওয়া যাবে না। তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে।কিন্তু দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ১৮ দলীয় জোটের অন্য এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন,সরকারি গুণ্ডারা র্যাব-পুলিশের ছত্রছায়ায় অবরোধ প্রতিহত করতে আসলে রণক্ষেত্র হবে।তিনি সতর্ক করে দিয়ে বলেন, শিবিরের মাত্র একটু ধাক্কায় মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা এতোই ভয় পেয়েছে যে, তারা বারবার জামায়াত-শিবিরের নাম নিচ্ছে। আর বাকি ১৭টি দল যদি ধাক্কা দেয় তবে সরকার টিকতে পারবে না।
তিনি বলেন, “৯ ডিসেম্বর রাজপথ অবরোধে বাধা দিতে আসবেন না। এলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।’ মানবতা বিরোধীদের বিচার প্রসঙ্গে ফারুক বলেন, “বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে তা হতে হবে স্বচ্ছ ট্রাইব্যুনালে।”