ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :২০ কোটি টাকার অবিক্রিত চিনি এবং পুরাতন-জরাজীর্ন মেশিন নিয়ে শুক্রবার ঠাকুরগাঁও চিনিকলের ৫৫ তম মাড়াই কর্যক্রম শুরু হয়। মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এসময় মিলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্রনাথ সরকার, উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, শ্রমিক ইউনিয়নের সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক পরিমল কান্তিদাস, আখচাষি কেন্দ্রিয় সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের পরদিনই মিলটি ৫ ঘন্টা বন্ধ থাকে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্ধ থাকার পর বেলা দেড়টায় মিলটি পুনরায় উৎপাদনে যায়।
এবার ১লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ৫০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গত বছর মিলটি ৫ হাজার ৬শ’ মেট্রিক টন চিনি উৎপাদন করে। কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে চিনির মূল্যে সামঞ্জস্য না থাকায় এ মিলের ৪ হাজার ২৭ মেট্রিক টন চিনি এখনো অবিক্রীত অবস্থায় গুদামে পড়ে রয়েছে। যার বাজার মুল্য ২০ কোটি টাকা।
দীর্ঘদিনের পুরাতন ও জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে প্রতি বছর মাড়াই মওসুমে একাধিক বার যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং উৎপাদন ব্যহত হয়। বিগত ৫৪ বছরে লক্ষ্যমাত্র অনুযায়ী চিনি উৎপাদন না হওয়ায় মিলটি ১২৫ কোটি টাকা লোকসান দেয়।
উল্লেখ্য,৫৬ বছরে মিলের যন্ত্রপাতি নষ্টের উপক্রম হয়েছে। বিএমআরই করা না হলে উৎপাদন ব্যহত হওয়ার আশংকা করা হচ্ছে।