ডেস্ক রিপোর্ট :বিরোধীদলের ডাকা আগামীকালের (রোববার) অটঘন্টার রাজপথ অবরোধ কর্মসূচিকে ঘিরে পুলিশ ও সরকারি দলের মারমুখী অবস্থানের কারণে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৯ ডিসেম্বর রোববার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকালের অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে রাজপথে থাকার আহ্বান জাননো হয়েছে।
ওদিকে, বিরোধীদলের অবরোধ কর্মসূচি মোকাবেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো একই দিনে রাজপথে মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় ঘিরে মূলত তাদের কর্মসূচি থাকবে। এ ছাড়া, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার প্রস্তুতি রয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়ার মানসিকতা আওয়ামী লীগের নেই। তবে কর্মসূচির নামে জামায়াতের মতো অরাজকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত প্রতিহত করার প্রস্তুতি আওয়ামী লীগের সবসময় থাকে। তাছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবে।” তবে, তিনি প্রত্যাশা করেন বিএনপি তাদের কর্মসূচি পালনের সময় গণতান্ত্রিক আচরণ করবে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকব। আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ দিন মিছিল-সমাবেশ নিয়ে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে সতর্ক অবস্থান থাকবে।”
তবে, বিএনপি নেতা মওদুদ আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ কর্মসূচিতে সরকার বাধা দিলে বিজয় না অশা পর্যন্ত রাজপথ থেকে আর ঘরে ফেরা হবে না।
১৮ দলের রোববারের কর্মসূচিতে বাধার আশঙ্কা প্রকাশ করে শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায়
মওদুদ বলেন, “সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সরকার আমাদের রাজপথ অবরোধের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহত করবে। এর জবাবে বলতে চাই, যদি এই কর্মসূচি প্রতিহত করা হয়, এবার নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না; উপযুক্ত জবাব দেয়া হবে।”দুপক্ষের এ পাল্টা-পাল্টি কর্মসূচিতে এরইমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিরোধী জোটের সড়ক অবরোধের আগের দিন আজ রাজধানীর বিজয় নগরে দু’টি গাড়ি ভাংচুর এবং একটিতে আগুন লাগানো হয়েছে। তবে, আজ দুপুরে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিরোধী জোটের অবরোধ কর্মসূচিতে জনগণের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ রাজপথে থাকবে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অবরোধের সময় ১০টি ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে।
তবে বিএনপি অভিযোগ করেছে, রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি ঠেকাতে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতারে পুলি অভিযান চালাচ্ছে। সাদা পোশাকে পুলিশ ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি চালাচ্ছে। বিএনপি’র মহানগর নেতা কাজী আবুল বাশারসহ ২০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।#