পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ
আজ ৯ ডিসেম্বর খুলনার কপিলমুনি মুক্ত দিবস। ৩ দিন অবিরাম যুদ্ধ শেষে কপিলমুনির দুর্ভেদ্য রাজাকার ঘাঁটির পতন ঘটাতে সক্ষম হয় মুক্তি পাগল একদল দামাল যুদ্ধারা। এই যুদ্ধে আনছার ও আনোয়ার নামে দু’সতীর্থদের চিরদিনের মত হারায় তারা। প্রায় সহস্রাধীক নিরিহ মানুষ হত্যাকারী রাজাকারদের পতনের পর তাদেরকে নিয়ে আসা হয় কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের স্কুল মাঠে। এক গন আদালতের মাধ্যমে ১৫৬ জন রাজাকার ও শীর্ষ ১১ নেতাকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হয়। দিনটিকে স্মরনীয় করে রাখতে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবছর ব্যাপক আয়োজনের প্রস্ত্ততি নেয়। কিন্তু এবারে তাদের কোন প্রস্ত্ততি লক্ষ্য করা যাচ্ছেনা। সূত্র জানায় মুক্ত দিবস পালনে এখানে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন থাকছে না।