কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৬ নিরীহ চাকুরীজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে পুলিশ। এই মামলায় তারা এখন জেল হাজতে মানবেতর জীবন কাটাচ্ছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, দয়ারামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মাজিদ, বলাবাড়িয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা, পাতিবিলা মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মইনুদ্দিন, জালালপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ সাইদুর রহমান বকুল, গুড়পাড়া মাদ্রাসার অফিস সহকারী মোঃ মিলন এবং কুরআন প্রশিক্ষক তারিকুল ইসলামের বিরুদ্ধে গত ৬ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের মিছিলে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়। এ সময় তারা স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং হাজিরা বহিতে তাদের স্বাক্ষর রয়েছে বলে প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন। কালীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে উলেখিত নিরীহ শিক্ষকদের বিরুদ্ধে ১৩/৩২২, তাং ৬/১১/১২ এবং ১৪/৩২৩ তাং ৬/১১/১২নং মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।